আল্লাহর উপর ভরসা করে ভাসানো মিশরীয়দের খাদ্যের বোতল গাজ্জার উপকূলে কুড়িয়ে পাচ্ছেন চরম দুর্ভিক্ষ ও গণহত্যার শিকার ফিলিস্তিনিরা।
রবিবার (২৭ জুলাই) আল জাজিরায় মিশরীয় খাদ্য বোতল কুড়িয়ে পাওয়া তেমনি এক যুবকের ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে গাজ্জার উপকূলে এক ফিলিস্তিনি যুবককে ডালের একটি বোতল হাতে দাঁড়িয়ে বার্তা দিতে দেখা যায়।
বার্তায় তিনি অত্যন্ত উৎফুল্লের সাথে বলছিলেন, মিশরীয় ভাইয়েরা, আমরা তোমাদের খাদ্যের কিছু বোতল পেয়েছি। আমি চাল ও ডালের বোতল পেয়েছি। আজ আমরা ডাল খাবো। আমার এই ডালের বোতলটি একজন জেলে সমুদ্র থেকে পেয়েছে। সে আমাদের বলেছে, উপকূলের অদূরে আরো অনেক খাদ্যের বোতল ভাসছে। বোতলে থাকা কাগজ থেকে আমরা জানতে পেরেছি এসব তোমরা ভাসিয়েছিলে। এতে লেখা ছিলো ফিলিস্তিন দীর্ঘজীবী হোক। আমরা দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের দীর্ঘজীবী করুন। মিশর ও পুরো আরব ভূখণ্ডকে দীর্ঘজীবী করুন।
এর আগে গত ২৩ জুলাই মিশরীয় যুবকদের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মিশরীয়রা প্লাস্টিকের বোতলে চাল, ডাল, বাদাম সহ বিভিন্ন ধরণের শুকনো খাবার ঢুকিয়ে তা সমুদ্রে ছুড়ে মারছেন। ছুড়ার সময় তারা বলছিলেন, হে আল্লাহ, তুমি যেভাবে হযরত নূহ আলাইহিসসালামকে সমুদ্রে এর বিশাল ঢেউয়ের বিপরীতে বহাল তবিয়তে ভাসিয়ে নিয়েছিলে, সেভাবে এগুলোকে আমাদের পক্ষ থেকে গাজ্জায় পৌঁছে দাও।
সাগরে বোতল ভাসানোর যে ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হয়, আহমাদ আশ-শিতী নামের এক মিশরীয় যুবক তার সোশ্যাল একাউন্ট থেকে আপলোড করেছিলেন। গাজ্জার ফিলিস্তিনি শিশু ও প্রাপ্ত বয়স্কদের কঙ্কালসার দেহের ছবি ও ভিডিও ফুটেজ ভাইরাল হলে, খাদ্যাভাব ও অনাহারে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তিনি সহ অন্যান্য মিশরীয় যুবকেরা কেঁদে কেঁদে নিজেদের অপারগতা প্রকাশ করে বোতলে খাদ্য ভরেছিলেন। পরবর্তীতে দোয়ার মাধ্যমে তা সমুদ্রে ছুড়ে ভাসিয়ে দিয়েছিলেন। যেনো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জায় যে খাদ্য অবরোধ শুরু করেছে তা ভাঙা যায়।