মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

মুসলিমদের ক্ষমতায়নে বিজেপিকে পরাজিত করতে চাই: ওয়েসি

spot_imgspot_img

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি এমপি বলেছেন, উত্তর প্রদেশে আমাদের দল ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করা।

তিনি বলেন, আমি ইউপিতে (উত্তর প্রদেশ) বিজেপিকে পরাজিত করতে চাই। রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে যা হচ্ছে তা সহ্য করা যায় না। ইউপিতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে।

শুক্রবার (২৭ আগস্ট) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল এবিপি লাইভ-এ ‘শিখর সম্মেলন-উত্তর প্রদেশ’-শীর্ষক বিশেষ টকশোতে এ কথা বলেন তিনি। ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে।

তিনি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে উদ্দেশ্য করে বলেন, সিএএ’র (‘সংশোধিত নাগরিকত্ব আইন’ বিরোধী আন্দোলন) সময় ২২ জন মুসলিম মারা গিয়েছিল। কিন্তু এটা অখিলেশও বলবে না কত মানুষ মারা গেছে।

তিনি আরও বলেন, বিজেপিকে থামানো মুসলিমদের কাজ। ‘যাদব’রা অখিলেশকে ভোট দেয় এবং হিন্দুরা বিজেপিকে ভোট দেয়। মুসলিমদের কথা বলতে অখিলেশ ভয় পান।

ওয়েসি বলেন, যেদিন দুর্বলরা ন্যায়বিচার পাবে, সেদিন দেশ শক্তিশালী হয়ে উঠবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img