শনিবার | ১ নভেম্বর | ২০২৫

অলিম্পিক গেমসে হিজাব নিষিদ্ধ করায় ফ্রান্সকে তিরস্কার করল জাতিসংঘ

২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেইমসে ফ্রান্সের নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণায় ফরাসি সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘ।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেনেভায় সাংবাদিকদের জাতিসংঘ মানবাধিকার অফিসের নারী মুখপাত্র মারতা হারতাদো বলেন, ‌একজন নারী কী পরবেন, আর কী করবেন না সে সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেয়া কারোরই উচিত নয়।

অলিম্পিক গেইমসে নারীদের হিজাব পরা নিষিদ্ধ করে গত রবিবার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি আউদিয়া ক্যাস্টেরা বলেন, অলিম্পিক গেইমস চলাকালীন হিজাব পরলে তার মধ্যদিয়ে মূলত ধর্মীয় প্রতীক ফুটে ওঠে এবং ফ্রান্স ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বলে মনে হয়।

মুসলিম ক্রীড়াবিদদের ড্রেস কোড পালন করার অনুমতি দেওয়া ‘বৈষম্যমূলক চর্চা’ বলেও দাবি করেন ফরাসি মন্ত্রী।

উল্লেখ্য; ফ্রান্স ২০১০ সালে নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করে। এছাড়া গত জুন মাসে দেশের কাউন্সিল অফ স্টেট নারী ফুটবলারদেরকে হিজাব পরা নিষিদ্ধ করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img