সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। নতুন বাংলাদেশে পুরনো গঠিত রাজনীতির দিন শেষ হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গণকে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করতে হবে। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি স্পোর্টসকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সকল মানুষ সমানভাবে সুযোগ পায়।

আমির খসরু বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনগণের প্রত্যাশা ও পরিবর্তনকে সামনে রেখে কাজ করতে হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img