স্বৈরাচার শেখ হাসিনার দোসর জাতীয় পার্টির (জাপা) রাজনীতিকে নিষিদ্ধ করা না হলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, জাতীয় পার্টি দীর্ঘ ১৫ বছর সহযোগিতার কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল। জাতির স্বার্থ চিন্তা না করে আওয়ামী লীগের দোসর এবং ভারতের এজেন্ট হয়ে কাজ করেছে জাতীয় পার্টি। যার ফলে স্বৈরাচার হাসিনা দেশের মানুষকে খুন-গুম, হামলা-মামলাসহ নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। ওই স্বৈরাচারকে বিদায় করতে চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। সুতরাং অবিলম্বে স্বৈরাচার হাসিনার দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেঈমানি করা হবে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি শুধু স্বৈরাচারের দোসর নয়, তারা বারবার জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই দলে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো নৈতিক অধিকার নেই। জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।