বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচার বিগত ১৬ বছর গুম-খুন-হত্যা করেছে। এদেশের নিরীহ মানুষদেরকে হাজার হাজার মামলা দিয়ে, লাখ লাখ মামলা দিয়ে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তার প্রত্যেকটি বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লায় এক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার, এখন তার দোসরদের বিচার শুরু হয়েছে। বিচার চলবে। এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রসিকিউশন বৃদ্ধি করা হবে। তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজকে কেউ কেউ বলছে বিচার ছাড়া নির্বাচন হবে না। কেউ কেউ বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না, কেউ বলছে ওইটা না হলে নির্বাচন হবে না। বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব ইনশাআল্লাহ। যারা গণহত্যা করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার এ দেশের মাটিতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের নেতা তারেক রহমান, নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সংস্কারের প্রবক্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বাংলাদেশি জাতীয়তাবাদের মতো একটি আধুনিক গ্রহণযোগ্য ফর্মুলার প্রবক্তা।