মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

ভারতীয় জেলেদের পাথর ছুঁড়ে মারল শ্রীলঙ্কার নৌবাহিনী

নিজেদের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ এনে ভারতীয় জেলেদের পাথর ছুঁড়ে মারল শ্রীলঙ্কা নৌবাহিনী। তাদের জালও ছিঁড়ে দেওয়া হলো। এই অভিযানে একজন ভারতীয় মৎস্যজীবী আহত হয়েছেন।

ডয়চে ভেলে জানিয়েছে, শ্রীলঙ্কার নৌবাহিনীর অভিযোগ তুলেছে যে, শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরছে ওই ভারতীয় জেলেরা। এই বিরোধের জেরে আহত হয়েছেন তামিলনাড়ুর রামেশ্বরমের এক মৎস্যজীবী। অবশ্য ভারতীয়দের দাবি তারা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেননি। তা সত্ত্বেও শ্রীলঙ্কার সেনা এসে তাদের আক্রমণ করে।

অতীতে বহুবার তামিলনাড়ু অভিযোগ করেছে, শ্রীলঙ্কা তাদের মৎস্যজীবীদের আটক করেছে, তাদের ট্রলার বাজেয়াপ্ত করে রেখেছে, তাদের অযথা হয়রানি করা হচ্ছে।

ভারতীয়রা বারবার তাদের সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মৎস্যজীবীদের এই হয়রানি বন্ধ করতে ব্যবস্থা নিক সরকার। শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করা হোক। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, ঘটনা বন্ধ হয়নি। ভারতের সঙ্গে অধিকাংশ প্রতিবেশীর সম্পর্ক এখন খারাপ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বরাবরই খারাপ। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে চীন ও নেপাল।

সূত্র: ডয়চে ভেলে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img