শুক্রবার, মে ৯, ২০২৫

ইসরাইলের হামলা ব্যর্থ হয়েছে: তেহরান

spot_imgspot_img

ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এমন দাবি জানায় তেহরান।

বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালিয়েছে ইসরাইল। তবে এসব হামলা প্রতিহত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

প্রসঙ্গত, শনিবার ভোর রাতে ইরানের বিমান প্রতিরক্ষাসহ ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলার দাবি জানায় ইসরাইল। এক বিবৃতিতে বলা হয়, ইরানের ২০টি স্থানে হামলা চালানো হয়েছে। এতে অংশ নিয়েছিল ১৪০ টি যুদ্ধবিমান।

তবে ইসরাইলের এমন দাবি উড়িয়ে দিয়ে ইরানের রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ২০ টি স্থানে হামলার দাবি সঠিক নয়। এর চেয়ে কম সংখ্যক জায়গায় হামলা চালানো হয়েছে। সামান্য ক্ষতি হলেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা রুখে দিতে সক্ষম হয়েছে।

সূত্র: দি গার্ডিয়ান

সর্বশেষ

spot_img
spot_img
spot_img