সোমবার | ২৭ অক্টোবর | ২০২৫

৫ বছর পর চালু হলো ভারত-চীন ফ্লাইট

দীর্ঘ পাঁচ বছর পর চীন ও ভারতের মধ্যে আবার সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম ফ্লাইট কলকাতা থেকে চীনের গুয়াংজুতে অবতরণ করে।

রোববার (২৬ অক্টোবর) কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৬ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর প্রথম বিমান গুয়াংজুতে অবতরণ করে।

নয়াদিল্লি বলছে, এই পদক্ষেপ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে।

সাংহাই এবং নয়াদিল্লির মধ্যে সংযোগকারী দ্বিতীয় রুটটি ৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে, যা সপ্তাহে তিনবার চলবে।

করোনা ভাইরাস মহামারির আগে ২০২০ সালের প্রথমদিকে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু ছিল। তবে মহামারির কারণে বিমান পরিষেবা বন্ধ হওয়ার পর আর চালু হয়নি। দীর্ঘ চার বছরেরও বেশি সময় বিরতির পর অবশেষে শুরু হয়েছে উভয় দেশের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল।

বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা শুরু করা হয়। এনএসসিবিআই বিমানবন্দর পরিচালক পি আর বেউরিয়া, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) এবং ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img