শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

বিশ্বাসঘাতক সিসির কারাগারে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতার ইন্তেকাল

দীর্ঘ ৮ বছর আটক থাকার পর মিশরের মুসলিম ব্রাদাহুডের শীর্ষ নেতা হামদি হাসান দেশটির স্বৈরশাসক ও বিশ্বাস ঘাতক আব্দেল ফাত্তাহ আল সিসির কুখ্যাত কারাগার আল আকরাবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তিনি ইন্তেকাল করেছেন বলে মিশরের একটি মানবাধিকার সংস্থা ও মরহুমের পরিবারের বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

মানবাধিকার সংস্থা ‘উই রেজিস্টার’ তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, মুসলিম ব্রাদাহুড নেতা হামদি হাসান মিশরের আল আকরাব জেলে ইন্তেকাল করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে কড়া নিরাপত্তার মধ্যে দাফন করা হয়েছে।

২০১৩ সালে ১৯ আগস্ট তারিখে মিশরের স্বৈরশাসক ও বিশ্বাসঘাতক সিসির তথাকথিত আদালতের নির্দেশে মুসলিম ব্রাদারহুডের এ নেতাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে বেশ কয়েকবার দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই নেট

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img