মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ‘সন্ত্রাসমুক্ত’ রাষ্ট্র গড়ার দিকে সরকারের চলমান প্রচেষ্টার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পিকেকে সন্ত্রাসবাদী সংগঠন দীর্ঘদিন ধরে তুরস্কের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে সতর্ক করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) আঙ্কারায় একে পার্টির যুব কংগ্রেসে নিজের বক্তব্যে এমন আশাবাদ প্রকাশ করেন তিন।

তিনি বলেন, সরকার পিকেকের কার্যক্রম কমাতে এবং যুবকদের এই সংগঠনে যোগদান থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

এরদোগান বলেন, এ দেশের যুবকদের প্রতারণা করে পাহাড়ে অপহরণকরা সন্ত্রাসীদের পথ ঘনিয়ে এসেছে। আমরা আমাদের যুবকদের সন্ত্রাসবাদের বর্বরতার মধ্যে হারিয়ে যেতে দেব না।

তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করেছে। ৪০ বছরের অভিযানে, এই গোষ্ঠীটি শিশুদের প্রতারণা করে পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য কুখ্যাত, যেখানে তাদের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের নামে তুর্কি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শেখানো হয়েছিল। হাজার হাজার শিশু রিক্রুট হয় আত্মহত্যা করেছে অথবা সংগঠন থেকে পালানোর চেষ্টা করার সময় নিহত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ