বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ইউক্রেন-রাশিয়া উত্তেজনা নিয়ে যা বলল হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মুসা আবু মারজুক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন একমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ইতি ঘটেছে। বর্তমানে আবু মারজুক হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেন সংকটের প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

আবু মারজুক বলেন, রাশিয়ার মোকাবেলায় যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা আমেরিকার নেই।

এর আগে লেবাননের হিজবুল্লাহর কয়েকজন নেতা বলেছেন, আমেরিকার ওপর ভরসাই ইউক্রেনের বড় ভুল। অন্যের ওপর নির্ভর করে যুদ্ধ করা যায় না।

যুদ্ধ শুরুর পর আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img