বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

৪০ উইঘুর শরনার্থীকে জোরপূর্বক চীনে পাঠাল থাইল্যান্ড

থাইল্যান্ডে এক দশকের বেশি সময় ধরে আটক থাকা ৪০ জন উইঘুরকে জোরপূর্বক চীনে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। চীনা সরকারের কাছে হস্তান্তর করা হলে উইঘুরদের ওপর নিপীড়ন এবং নির্যাতনের ঝুঁকি রয়েছে- জাতিসংঘের এমন সতর্কতা সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এই বহিষ্কারকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে থাইল্যান্ডের পুলিশ প্রধান জানান, ৪০ জন উইঘুরকে একটি চার্টার্ড বিমানে করে চীনে পাঠানো হয়েছে।

সেদিন ভোরের আগে ডিটেনশন সেন্টার থেকে বিমানবন্দরের দিকে কালো জানালাযুক্ত বেশ কয়েকটি পুলিশ ট্রাকের ছুটে যাওয়ার ছবি প্রকাশিত হয়েছিল।

চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের তুর্কিভাষী মুসলিম সংখ্যালঘু উইঘুররা বেইজিং-এর নিপীড়নের মুখোমুখি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ২০২২ সালে বলেন, জিনজিয়াং-এ জাতিগত সংখ্যালঘুদের প্রতি বেইজিং-এর আচরণ মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

চীন থেকে থাইল্যান্ডে পালিয়ে আসা উইঘুরদের একের পর এক তাদের ইচ্ছার বিরুদ্ধে চীনে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড সরকার।

সূত্র: ভয়েস অব আমেরিকা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img