শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

মারা গেলেন প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার বাদী

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেমউদ্দিন মারা গেছেন।

রোববার (২৮ মার্চ) ভোরে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, বার্ধক্যজনিত নানা রোগ জটিলতায় ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন। প্যারালাইজড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি সে মামলার বিচার সম্পন্ন হয়েছে।

এতে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img