শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

হেফাজতের ৫০০ জনের বিরুদ্ধে পল্টন থানায় পুলিশের মামলা

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররমে হেফাজত কর্মী ও তাওহীদি জনতার সাথে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

রবিবার (২৮ মার্চ) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

পল্টন থাকা ওসি বলেন, শুক্রবার জুম’আ নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছে। মামলা নম্বর ৫৭। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img