বুধবার, এপ্রিল ২, ২০২৫

সহিংসতা উসকানোর অভিযোগে তুরস্ক থেকে বিবিসি সাংবাদিক বহিষ্কার

ভুল ও পক্ষপাত মূলক সংবাদ পরিবেশনা এবং জনগণকে সহিংসতার দিকে উস্কে দেওয়ার অভিযোগে তুরস্ক থেকে বিতাড়িত করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সাংবাদিক মার্ক লোয়েনকে। আঙ্কারা থেকে বিতাড়িত হওয়ার পূর্বে অবশ্য এই সাংবাদিককে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেছিল তুরস্কের পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিবিসির এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবিসির বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে, তুর্কি কর্তৃপক্ষ বিবিসি নিউজের সংবাদদাতা মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার তাকে তার হোটেল থেকে আটক করা হয় এবং ১৭ ঘণ্টা আটকে রাখা হয়। তাকে বলা হয়েছে যে, তিনি ‘জনশৃঙ্খলার জন্য হুমকি’।”

প্রসঙ্গত, জনগণের সমর্থন না থাকার কারনে তুরস্কে চলমান বিক্ষোভের সমাপ্তি ঘটেছে। নজিরবিহীন এই বিক্ষোভ বেশ ঠান্ডা মাথায় মোকাবেলা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

উল্লেখ্য, বিক্ষোভে ১ হাজার ৮৫০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১১ জন তুর্কি সাংবাদিকও রয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং জলকামান ব্যবহার করেছে।

সূত্র: দি গার্ডিয়ান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img