রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার আফগানিস্তান থেকে দূতাবাস কর্মীদের নিয়ে যাচ্ছে আমেরিকা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এমন অবস্থায় সেখানে মার্কিন সেনাদের জন্য হুমকি বেড়ে যাচ্ছে। সে কারণে অতিরিক্ত দূতাবাস কর্মীদের অবিলম্বে কাবুল ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি।

আমেরিকার পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই নির্দেশনা দেয়।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্র নতুন এই ঘোষণা দিল।

এর আগে আমেরিকা এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তারা তাদের সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১ মে থেকে। তবে ওইদিন শুধু মার্কিন বাহিনীই নয়, আফগানিস্তান থেকে বিদায় নিতে শুরু করবে ন্যাটো সেনারাও।

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, তারা কাবুল মার্কিন দূতাবাস থেকে মার্কিন সরকারের কর্মী যারা অন্যক্ষেত্রেও কাজ করতে পারবেন তাদের কাবুল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ