ইরানের অন্যতম প্রধান আব্বাস বন্দরে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
রবিবার (২৭ এপ্রিল) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বান্দর আব্বাসে বিস্ফোরণের মর্মান্তিক দুর্ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বহু নাগরিক নিহত ও আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা ইরানের সরকার, মহান জাতি ও নিহতদের পরিবারদের প্রতি আন্তরিক সমবেদনা ও সমর্থন জানাচ্ছি। এই শোকের মুহূর্তে ইরানের জনগণ ও সরকারের পাশে রয়েছে এবং পূর্ণ সংহতি ও সমর্থন ঘোষণা করছে আফগানিস্তানের সরকার ও জনগণ।”
উল্লেখ্য, ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহত ১৪ ও আহত ৭৫০ জন ছাড়িয়েছে। বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কনটেইনারের ভেতর রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা ৫০ কিমি দূর থেকেও অনুভূত হয়।