কাশ্মীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পেহেলগাঁওয়ে বন্দুকধারীর হামলার পর কাশ্মীরে অন্তত ৯টি বসত বাড়ি ধ্বংস করা হয়েছে। যেগুলো বিদ্রোহীদের বাড়ি বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় একজন নাগরিক বলেন, ভারত এখন ইসরাইলি কৌশল অবলম্বন করছে। তারা ইসরাইলিদের মতো বাড়ি ধ্বংস করছে। ফিলিস্তিনি কোনো স্বাধীনতাকামী যদি ইসরাইলিদের ওপর হামলা চালায় তাহলে তাদের বাড়ি ধ্বংস করে দেয় দখলদার ইসরাইলের সেনারা। যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মতামত মানবাধিকার সংস্থাগুলোর।
বিদ্রোহী অভিযোগে একজনে বাড়ি ধ্বংস করার পর তার আত্মীয়রা আল-জাজিরাকে বলেন, স্থানীয়দের শাস্তি দিতে এগুলো ইসরাইলি কৌশল। এই নিরীহ পরিবারগুলোর দোষ কী? এই বাড়িগুলোর সঙ্গে বিদ্রোহীদের সম্পর্ক নেই। যখন বিদ্রোহীরা বছর বছর আগে বাড়ি ছাড়ে, তখন তারা তাদের পরিবারদেরও ছেড়ে যায়।
তার বাড়িটি ধ্বংস করতে গিয়ে অন্তত আরও ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত করে ভারতীয় সেনারা। তাদের একজন আলজাজিরাকে বলেন, আমরা ইশার নামাজ পড়ছিলাম। তখন তারা আমার প্রতিবেশীর বাড়িতে বিস্ফোরণ ঘটায়। আমাদের নিজের বাড়ি এবং পাশে থাকা আরও এক ডজন বাড়িও ধ্বংস হয়েছে। আমাদের দোষ কী ছিল? আমরা এখন কী করব জানি না! তারা শুধুমাত্র আমাদের প্রতিবেশী ছিল।
পেহেলগাঁওয়ে হামলার পর জম্মু ও কাশ্মিরের বিভিন্ন জায়গায় গণ গ্রেপ্তার চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এ নিয়ে সেখানকার মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।