হেরাতে এক সমাবেশে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী শাইখুল হাদীস মাওলানা নেদা মুহাম্মাদ নাদিম স্পষ্ট ভাষায় বলেছেন, যারা সরকারী প্রতিষ্ঠানে কাজ করছে বা নিয়োজিত, তারা যেন এমন ধারণা না পোষণ করে যে, তাদেরকে “তালেবান” বানানোর জন্যই এমন পরিবেশ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, “এই ভেবে ভুল কোরো না যে আমি আখিরাত নিয়ে বেশি কথা বলি মানেই আমি তোমাদের তালেবান বানাতে চাই, কিংবা ইসলামী আমিরাতের সারিতে নিয়ে গিয়ে মুজাহিদ বানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে চাই। না! বরং প্রত্যেক আফগান নাগরিক তার জাতি ও রাষ্ট্রের জন্য বিভিন্নভাবে খেদমত করতে পারে। আল্লাহর কসম করে বলছি, আমরা চাই না আমাদের তরুণেরা শুধু তালেবান হোক; আমরা চাই তারা হোক ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডাক্তার, যারা আমাদের সমাজের বাস্তব সমস্যাগুলো সমাধান করবে।”
মাওলানা নাদিম আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমে নানা সমস্যা রয়েছে, যা বিগত ৪০ বছর ধরে চলে আসছে এবং এটি সুষ্ঠুভাবে গঠিত হয়নি। “প্রত্যেক দখলদার শাসন আমাদের কারিকুলামে হস্তক্ষেপ করেছে এবং পরিবর্তন এনেছে। তাই আমরা ১,২০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছি, যারা এই শিক্ষাক্রমের সংস্কারের জন্য কাজ করছে।”
এর আগে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীর ঘোষণা দিয়েছিলেন যে, দেশের জাতীয় পাঠ্যক্রম ইসলামি মূল্যবোধের ভিত্তিতে হতে হবে।
সূত্র : তোলো নিউজ