মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

চীন সফরে তালেবানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

spot_imgspot_img

চীন সফরে গিয়েছে তালেবানের উচ্চ পর্যায়ের ৯ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গণী বেরাদর।

চীনের আনুষ্ঠানিক আমন্ত্রণে তালেবান এই সফর করেছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র ডক্টর মুহাম্মাদ নাঈম।

তালেবান প্রতিনিধি দল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। এছাড়াও দলটি আফগানিস্তানবিষয়ক চীনের বিশেষ দূতের সঙ্গে আলোচনা করেছে।

এই বিষয়ে ডক্টর নাঈম বলেন, তারা চীনকে আশ্বস্ত করেছেন কোনো দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহারের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, আফগানিস্তানের ব্যাপারে চীনও নাক গলাবে না বলে বেইজিং অঙ্গীকার করেছে। বরং সমস্যা সমাধান ও শান্তি আনার ক্ষেত্রে সহায়তা করবে।

চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান প্রতিনিধিদলের বৈঠক করার বিষয়টি নিশ্চিত করেছেন বেইজিংয়ের এক সরকারি মুখপাত্রও।

আব্দুল গণী বেরাদর ছাড়াও তালেবানের প্রতিনিধি দলে আরো রয়েছেন, মোল্লা খায়রুল্লাহ খায়েরখা, মোল্লা আব্দস সালাম হানাফী, শাহাবুদ্দীন দিলাওয়ার, সুহাইল শাহীন, ডক্টর মুহাম্মাদ নাঈম প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img