বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিপাইনে নৌকা ডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু

ফিলিপাইনে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়।

ফিলিপাইন কোস্ট গার্ডের (পিসিজি) মুখপাত্র আরমান্ড বালিলো জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যেই আমাদের কর্মীদের তদন্তের জন্য আহ্বান জানিয়েছি। নৌকার ক্যাপ্টেন ও অপারেটরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।’

কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি ৪০ জন যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছিল। তবে দুর্ঘটনার সময় কতজন ছিল তা এখনো স্পষ্ট নয়। মেনিফেস্টে মাত্র ২২টি নাম দেখানো হয়েছে।

বালিলো আরো বলেন, অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চলছে।

মার্চ মাসে দক্ষিণ ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে ৩৩ জন নিহত হওয়ার পর এটি চলতি বছর দেশটির মধ্যে দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img

এই বিভাগের

spot_img