শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

হাসান নাসারুল্লাহ কি বেচে আছেন

গতকাল রাতে লেবাননের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নতুন ধরনের তোমার আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাটি। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর মতে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যা করা। তবে তিনি নিহত হয়েছেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন বার্তা দেয়নি ইসরাইল।

তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, “হিজবুল্লাহ প্রধান বর্তমানে সুস্থ ও ভালো আছেন।”

আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, গতকাল রাতে হিজবুল্লাহর সক্ষমতা ও কমান্ডারদের হত্যা করতে এই হামলা চালানো হয়েছে। যেখানে বাংকার ব্লাস্টার নামক নতুন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। এই তোমার ওজন প্রায় ৫০০০ পাউন্ড।

 

spot_img
spot_img

এই বিভাগের

spot_img