টেলিযোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণের পর থেকে লেবাননে একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এবার সেখানে বড় পরিসরে স্থল অভিযানের পরিকল্পনা করছে তেল আবিব বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরাইলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানিয়েছেন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লেবাননের ঢোকার রাস্তা প্রশস্ত করছে ইসরাইল।
তিনি আরো বলেন, “হিজবুল্লাহকে মোকাবেলা করার উদ্দেশ্যে স্থলপথে যেকোন সময় লেবাননে প্রবেশ করতে পারে ইসরাইলের সেনাবাহিনী।”
উল্লেখ্য, গত সপ্তাহ লেবাননের মাটিতে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৬০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গৃহহীন হয়েছে প্রায় দশ হাজার মানুষ।
সূত্র: এপি