শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির আমলে মুসলিমবিরোধী দাঙ্গা হয়েছিল: ওয়েসি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি এমপি বলেছেন, মুজাফফরনগরের মানুষদেরকে সমাজবাদী পার্টির (সপা) আমলে দাঙ্গার মুখোমুখি হতে হয়েছিল। দেশ স্বাধীনের পর যে বিভাজন হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর ছিল এই দাঙ্গা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মুজাফফরনগরে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময়ে তিনি এ কথা বলেন।

মুজাফফরনগরের দাঙ্গা প্রসঙ্গে ওয়েসি বলেন, দেশভাগের পর প্রথমবারের মতো মানুষজন তাদের বাড়িঘর, গ্রাম ও মসজিদ ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়। দাঙ্গার পরে, সমাজবাদী পার্টি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার দেওয়ার জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি এবং মুসলিম বিধায়কদের জিভে তালা লাগিয়ে তাদের শক্তিকে দুর্বল করার কাজ করা হয়েছিল।

ওয়েসি আরও বলেন, ২০১৩ সালে মুজাফফরনগরে দাঙ্গা হয়েছিল। এতে দেশভাগের পর বিপুল সংখ্যক মানুষকে গৃহহীন হতে হয়। ৫০ হাজার দরিদ্র মানুষকে তাদের গ্রাম, ক্ষেত-জমি ও মসজিদ ছেড়ে নিজ জেলায় উদ্বাস্তু হয়েছিল। এটা সমাজবাদী পার্টির ব্যর্থতা ছিল। দাঙ্গার শিকার ক্ষতিগ্রস্তদের সুবিচার দিতে সমাজবাদী পার্টির সরকার কিছুই করেনি। সেই সময়ে উত্তর প্রদেশ বিধানসভায় প্রায় ৭০ জন মুসলিম বিধায়ক ছিলেন। যেসব দলের মুসলিম বিধায়ক ছিলেন, তাদের কর্তারা মুজাফফরনগর দাঙ্গার শিকারদের দুর্দশার কথা বলতে দেয়নি এবং তাদের জিভে তালা লাগিয়ে দিয়েছিলেন। বলা হয়েছিল খবরদার যেন সোচ্চার হবেন না।

তিনি বলেন, সমাজবাদী পার্টি এবং ৭০ জন মুসলিম বিধায়ক আপনাদের ন্যায়বিচার দিতে পারেননি, এটি বুঝতে হবে। এই বিধায়কদের তাদের দল দুর্বল করে দিয়েছে এবং নিজেদের শক্তি শেষ করে দিয়েছে।

উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে ওয়েসির ‘মিম’ দল মুসলিম অধ্যুষিত ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img