বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

যোগব্যায়ামের কসরত নামাজের অনুরূপ হওয়ায় ভারতে এক স্কুল শিক্ষক বরখাস্ত

যোগব্যায়ামের কসরত নামাজের অনুরূপ হওয়ায় ভারতে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নামাজের অনুরূপ যোগব্যায়ামের অঙ্গভঙ্গি করানোর অভিযোগে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার দেওহারি গ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাবুর আহমদ তাদভীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সূর্য-নমস্কার ও যোগব্যায়ামের পরিবর্তে স্কুলের হিন্দু শিক্ষার্থীদের নামাজের কাজগুলো করতে বাধ্য করেছেন। এর প্রেক্ষিতে গত শনিবার স্কুল শিক্ষকের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

তবে স্কুল শিক্ষক তাদভী এই অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা শশাঙ্কাসন অনুশীলন করানো হয়েছিলো, যা হাঁটু গেড়ে সামনের দিকে বেঁকে বসে করা একটি আদর্শ যোগাসন। “এটি যোগব্যায়ামে একটি স্বীকৃত আসন। একে ‘মুন পোজ’ বা ‘র‍্যাবিট পোজ’ নামেও অভিহিত করা হয়।

তিনি আরো বলেন, আমি সরকারের যোগব্যায়াম পাঠ্যক্রম এবং নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করেছিলাম। এর সাথে কোনো ধর্মীয় উদ্দেশ্য জড়িত ছিলো না। বরং তখনকার কসরত বা ভঙ্গি প্রতিদিনকার শারীরিক শিক্ষার অংশ ছিলো।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মূলত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ গত শুক্রবার স্কুলের সামনে এসে ব্যায়ামের শিক্ষক তাদভীর বিরুদ্ধে ধর্মীয় অনুশীলন প্রচারের অভিযোগ উঠায় এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) সন্তোষ সিং সোলাঙ্কি স্কুলটিতে একটি তদন্ত দল প্রেরণ করেন এবং পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত শিক্ষক তাদভীকে বরখাস্ত করেন।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, সরকারি স্কুলগুলোতে শারীরিক শিক্ষার কঠোর নির্দেশিকা রয়েছে এবং ইচ্ছাকৃত যেকোনো বিচ্যুতি কঠোরভাবে মোকাবেলারও ব্যবস্থা রয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img