মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

আফগানিস্তানে অস্ট্রেলিয় সেনাদের যুদ্ধাপরাধের বিচার দাবি জানাল চীন

spot_imgspot_img

যারা নিজেদেরকে মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বলে দাবি করে তাদেরই এক সদস্য দেশ অস্ট্রেলিয়ার সেনাদের আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংঘটনকে ‘ভণ্ডামি’ হিসেবে অভিহিত করেছে চীন।

শুক্রবার (২৭ নভেম্বর) বেইজিংয়ে চীনা পররষ্ট্র দফতরের মুখপাত্র লিজিয়ান ঝাও নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী আফগানিস্তানে বেসামরিক লোকজন ও কয়েদিদের হত্যা করার খবরে আমরা মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা করছি। এটা আন্তর্জাতিক রীতিনীতি ও মানব বিবেকের লঙ্ঘন।

বেইজিং ঘটনার নিবিড় তদন্ত ও দায়িদের শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি রিপোর্ট প্রকাশ করে জানায় যে তাদের সেনারা আফগানিস্তানে যে যুদ্ধপরাধ করেছে। এই অপরাধে এরই মধ্যে অন্তত ১৩ সেনাকে চাকরিচ্যুত করা হয়েছে।

৩৯ জন বেসামরিক আফগানকে হত্যার অভিযোগ রয়েছে অস্ট্রেলিয় সেনাদের বিরুদ্ধে।

চীনা মুখপাত্র বলেন, এই রিপোর্ট কিছু পশ্চিমা দেশের ভণ্ডামি প্রকাশ করে দিয়েছে, যারা নিজেদেরকে মানবাধিকার ও গণতন্ত্রের বরকন্দাজ বলে মনে করে।

অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের সমস্যা দূর করা ও রাজনৈতিক জালিয়াতি বন্ধ করার জন্য মুখপাত্র পশ্চিমা দেশগুলোকে পরামর্শ দেন মুখপাত্র। বেইজিং এই অপরাধের বিচার দাবি করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img