শিশু আয়াতসহ সকল হত্যাকান্ডের বিচার এবং কিশোর গ্যাং-এ জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, নৈতিক ও ইসলামী শিক্ষার অভাবেই কিশোর মো. আবির আলীদের মত হাজারো কিশোর গ্যাং ভয়ঙ্গর অপরাধে জড়িয়ে পড়ছে।
সোমবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে মাওলনা ইউনুছ আহমাদ বলেন, ক্রাইম পেট্রোল ও সিআইডি ইত্যাদি দেখে অপরাধ প্রবণ হয়ে উঠে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং সমাজে হাজারো অপরাধে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, গত ১৫ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় থেকে শিশু আলিনা ইসলাম আয়াতকে (৫) অপহরন করে ৬ টুকরো করে যেভাবে লোমহর্ষক বর্ণনা দিয়েছে আবির আলী তাতে যে কারোই বিবেককে নাড়া না দিয়ে পারে না। এধরনের ঘটনা দেশের সকল অভিভাবকগণ শঙ্কিত হয়ে যায়। এমন হাজারো আবির আলী আছে সমাজে। যারা এধরনের অপরাধে জড়িত।
মাওলানা ইউনুছ বলেন, শিশু আলিনা ইসলাম আয়াতের খুনিসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসাথে সারাদেশে ছড়িয়ে থাকা কিশোর গ্যাংদের গ্রেফতার করতে হবে এবং কিশোর গ্যাং কারা নিয়ন্ত্রণ করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।