ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ফেল করে বিষপানে শ্রাবন্তী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তি মুথরাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান ইসলাম হান্নু বলেন, আজকে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। আর এ ফলাফলে সে অকৃতকার্য হয়েছে। সে বিষয়টি তার পরিবারকে জানার পর তার সাথে খারাপ আচরণ করেন। এটি সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক (বিষ) খেয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় সে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।