শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

মহান আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

মহান আল্লাহর শানে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরের রাজৈর পৌর ঈদগাহের সামনে রাজৈরে পশ্চিম রাজৈর যুব ফাউন্ডেশনের আয়োজনেই এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ যুবসমাজ, ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঈদগাহের সামনে জড়ো হন। আবুল সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে তারা স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা যায় না। সমাজে ধর্মীয় অশান্তি তৈরি ও মানুষের বিশ্বাসকে আঘাত করার মতো কাজের কঠোর শাস্তি হওয়া উচিত।

বক্তারা আরো বলেন, যারা ধর্মীয় মূল্যবোধ বিকৃত করে সমাজে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।

কর্মসূচির শেষে আবুল সরকারের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img