শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।

বাউল আবুল সরকারের ফাঁসির দাবি জানিয়ে হেফাজত আমির বলেন, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে বাংলাদেশে তার স্থান হবে না। যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাবো।

শায়েখ সাজিদুর রহমান বলেন, আপনারা জানেন, আল্লাহকে গালি দিলে ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেও ঈমান থাকে না। যে কোনো ব্যক্তি বা নাস্তিক-মুরতাদ মহান আল্লাহকে ও তার রাসূলকে গালি দিবে, তাদের যদি সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হয়, তাদের বিরুদ্ধে আমরা লড়াই চলতে থাকবে।

তিনি বলেন, আল্লাহকে গালি দিলে ও রাসূলকে গালি দিলে যারা তাদের পক্ষাবলম্বন করে, তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলতে থাকবে।

আল্লাহর শানে কটূক্তিকারীর পক্ষাবলম্বন করা রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশে মুসলমানের ভোট ছাড়া ও উলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে না। তাই যেসব ভাই তার (বাউল আবুল সরকারের) পক্ষ নিচ্ছেন এবং মুসলমানদের ভোটও চাচ্ছেন আপনারা বুঝেশুনে কথা বলুন।

খোদাদ্রোহী বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং ধর্মীয় স্বার্থে বলে উল্লেখ করেন তিনি। ধর্মীয় স্বার্থ রক্ষায় তাই যে কারো বিরুদ্ধে হেফাজতে ইসলামের কঠোর অবস্থান ও আন্দোলন চলতেই থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা আবুল সরকার বাউল কর্তৃক মহান আল্লাহ রব্বুল আলামীনের শানে কটূক্তি, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে উপহাস, টিটকারি ও অপব্যাখ্যা সম্পর্কে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তার জামিন নামঞ্জুর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি। এবিষয়েও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বাউল ধর্মের আকীদা-বিশ্বাস ও কর্মসূচিগুলো সম্পূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক।

খোদাদ্রোহী কুখ্যাত এই বাউলকে গ্রেফতার করায় সরকারের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img