রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

শহীদ হাদির খুনিদের বিচারের দাবি; আজও শাহবাগে ছাত্র-জনতার অবস্থান

শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও মূল আসামি দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করেছে ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পোনে ২টার থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দলে দলে আন্দোলনকারীরা শাহবাগে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতের পরিমাণও বাড়তে থাকে। আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ের চারপাশে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়কের একাংশে বসে পড়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আন্দোলনকারীরা আরো জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ