বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

মিশর থেকে আগত অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করলো ইসরাইল; দাবী গাজ্জায় অস্ত্র সরবরাহ হচ্ছিলো

মিশর থেকে আগত একটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২৯ জানুয়ারি) অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা জানানো হয়।

বলা হয়, আমরা মিশর থেকে আগত একটি ড্রোন ভূপাতিত করেছি। ড্রোনটি মিশর সংলগ্ন ইসরাইলের আকাশ সীমায় প্রবেশ করেছিলো। পরবর্তীতে আমরা এতে ১৩টি অস্ত্র খুঁজে পাই।

সংবাদমাধ্যমের তথ্যমতে, যুদ্ধবিরতির পর আজ ৯ম দিনের মতো দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে জ্বালাও-পোড়াও, নৃশংসতা ও ধরপাকড় অব্যাহত রেখেছে ইসরাইল।

স্থানীয় সূত্রে বলা হয়, সম্প্রতি বন্দী বিনিময়ে মুক্তি পাওয়া তামির নেসারকে আজ আবার গ্রেফতার করা হয়েছে। তুলকারামের আন্মবাতা এলাকা থেকে তাকে তুলে নেয় জায়োনিস্ট সেনারা।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img