শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

এই প্রথম সরাসরি ট্রেনে করে জাতিসংঘের ইউরোপীয় ত্রাণ পৌঁছাল আফগানিস্তানে

খাফ-হেরাত রেলপথ ব্যবহার করে জাতিসংঘের প্রথম ইউরোপীয় ত্রাণবাহী মালবাহী ট্রেন আফগানিস্তানে পৌঁছেছে। বুধবার (২৮ মে) গুঁড়াদুধ বোঝাই আটটি ওয়াগন নিয়ে ফ্রান্স থেকে যাত্রা শুরু করা ট্রেনটি আফগানিস্তানের রোজনাক রেল স্টেশনে পৌঁছায়।

আফগানিস্তান রেলপথ উন্নয়ন কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী রেজা শাহরিয়ারি ইরনা বার্তা সংস্থাকে জানান, এই ত্রাণবাহী ট্রেনটি ইউরোপের বিভিন্ন দেশ অতিক্রম করে তুরস্ক ও ইরান হয়ে শামতীঘ-খাফ সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে। ট্রেনের পুরো বহরে শুধুমাত্র গুঁড়াদুধ ছিল, যা মানবিক সহায়তার অংশ হিসেবে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই চালানের আগমন খাফ-হেরাত রেলপথের কৌশলগত গুরুত্বকে আরও একবার প্রমাণ করলো। আফগানিস্তানকে আঞ্চলিক পরিবহন নেটওয়ার্কে যুক্ত করার বৃহত্তর পরিকল্পনায় এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : ইরনা বার্তা সংস্থা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ