আফগান যুদ্ধের অবসান ঘটাতে কাতারে আমেরিকা ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে তালেবান। তালেবানের পক্ষ থেকে আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন গত বছর স্বাক্ষরিত ওই চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করে।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাতকারে কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সুহাইল শাহিন এসব কথা বলেন।
তিনি বলেন, তার দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নেপথ্যে সমঝোতা চালানো অব্যাহত রেখেছে। চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
সুহাইল শাহিন বলেন, চুক্তিতে আমেরিকার প্রতি অবশিষ্ট তালেবান বন্দিদের মুক্তি দেওয়া এবং দলের উচ্চ পর্যায়ের নেতাদের ওপর থেকে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানানো হয়েছিল।
চুক্তিতে ২০২১ সালের ১ মে-এর মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকা, তাদের মিত্র ও জোট অংশীদারদের যাবতীয় সামরিক উপস্থিতি প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তবে আমেরিকার ক্ষমতায় পালাবদলের পর নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা দেশে ফেরানোর ঘোষণা দেন।