বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তেল-গ্যাসের খুঁজে কৃষ্ণসাগরে আবারো অনুসন্ধান জাহাজ পাঠাতে যাচ্ছে তুরস্ক

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ বলেছেন, চলতি বছর অথবা ২০২২ সালের শুরুর দিকে কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠানো হবে।

সোমবার ফাতিহ দোনমেজ তথ্য জানান।

তুর্কি জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বলেন, তুরস্ক চলতি বছর অথবা ২০২২ সালের শুরুর দিকে কৃষ্ণসাগরে ফের তেল-গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে।

এর আগে তুরস্ক সাকারিয়া গ্যাসক্ষেত্রে ৫৪০ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে।

ফাতিহ দোনমেজ বলেন, সম্প্রতি আমাসরা-১ কূপে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করা হয়। এর আগে তুনা-১ কূপে ৪০৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান মিলেছিল। ফলে রিজার্ভ গিয়ে দাঁড়ায় ৫৪০ বিলিয়ন কিউবিক মিটারে।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী বলেন, এটা প্রচুর সম্ভাবনাময় একটি অঞ্চল। আশা করছি ওই অঞ্চল থেকে আরও সুখবর মিলবে।

সূত্র : ডেইলি সাবাহ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img