মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানের পর এবার লেবাননে হামলা চালালো ইসরাইল; নিহত ৩

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও শনিবার (২৮ জুন) দক্ষিণ লেবাননে আগ্রাসী হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের চলমান আগ্রাসনের জন্য তাদের ধৈর্য ক্রমশ কমে আসছে।

লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কুনিনে একটি গাড়িতে ‘ইসরাইলি বাহিনী’ ড্রোন হামলা চালায়। হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন, ইসরাইলের ‘চলমান আগ্রাসন’ ‘চলতে দেওয়া উচিত নয়’।

তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি অক্ষুণ্ন রেখেছে।

তিনি আরও বলেন, ‘আপনি কি ভাবেন যে আমরা চিরকাল নীরব থাকব? না। সবকিছুরই সীমা আছে।’

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ