শনিবার | ১২ জুলাই | ২০২৫

অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক; কনস্টেবলকে পুলিশ লাইনে স্থানান্তর

spot_imgspot_img

বগুড়ার শেরপুর থানা পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকে স্থানান্তর করা হয়েছে।

এলাকার এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকায় বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে এক পুলিশ সদস্যকে।

বুধবার (২৯ জুলাই) রাতে অভিযুক্ত এসএসএফ সদস্য পারভেজ হোসেনকে পুলিশ লাইনে হস্তান্তর করা হয়।

জানা যায়, বগুড়া এসএসএফ সদস্য পারভেজ হোসেন গত দুই মাস আগে শেরপুর থানায় অস্থায়ীভাবে বদলি হয়ে আসেন। একটি বেসরকারি এনজিওর কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে থানার পাশে গোসাইপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই কর্মকর্তা চাকরির সুবাদে বাইরে থাকার সুযোগে থানার কনস্টেবল পারভেজ হোসেনের সঙ্গে ওই গৃহবধূর সখ্যতা গড়ে ওঠে।

এরই একপর্যায়ে বুধবার রাত ১১টার দিকে ওই গৃহবধূর বাড়িতে পারভেজকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে শেরপুর থানায় খবর দিলে এসআই আনন্দ কুমার মোহন্ত ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে আসে।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পারভেজ এসএসএফের সদস্য হিসেবে থানায় রুটিন ডিউটিতে এসেছিলেন। তাকে ঘিরে একটি অনৈতিক ঘটনার অভিযোগ আসায় বুধবার রাতেই ওই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img