প্রথমবারের মতো গাজ্জায় ‘বাস্তব দুর্ভিক্ষ’ চলছে বলে স্বীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি স্পষ্টভাবে বলেন, ইসরাইল, গাজ্জায় ‘এক বিন্দু খাবার’ আটকানো যাবে না। সবকিছু ঢুকতে দিতে হবে।
সোমবার (২৮ জুলাই) ব্রিটেন সফরের সময় এক সাংবাদ সম্মেলনে ট্রাম্প এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি। বিশেষ করে কিছু শিশুদের। ওদের দেখে বোঝা যায়, সেটা সত্যিকারের ক্ষুধা। এটা বানানো নয়, আমরা দেখছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছিলেন, গাজ্জায় কোনো দুর্ভিক্ষ নেই। এ কথা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
তিনি বলেন, টেলিভিশনে যেটা দেখছি, তা দেখে বলা যায় না যে সেখানে দুর্ভিক্ষ নেই। শিশুদের দেখেই বোঝা যায় ওরা অভুক্ত।
সূত্র : আল-জাজিরা









