জর্ডানে বিকল্প আবাসনের লক্ষ্যে চলমান ফিলিস্তিনি সেটেলমেন্ট প্রজেক্ট প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
শুক্রবার (২৬ আগস্ট) জর্ডানের রাজধানী আম্মানে দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জর্ডানের ফিলিস্তিনী সেটেলমেন্টকে অস্বীকৃতি পূর্বক তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
আম্মানে সাবেক সিনিয়র হামাস নেতা ইবরাহীম গুশাহর জানাজায় বক্তৃতার এক পর্যায়ে অত্যন্ত দৃঢ়ভাবে হানিয়া বলেন, সেটেলমেন্ট প্রজেক্টকে না বলুন। জর্ডান কিংবা ফিলিস্তিনীদের খরচায় ফিলিস্তিন সংকট সমাধান হওয়ার নয়। ফিলিস্তিন শরণার্থীদের একমাত্র সমাধান হলো তাদের নিজেদের বাড়ি দখলকৃত ফিলিস্তিনে ফিরে যাওয়া, যেখান থেকে তাদেরকে ১৯৪৮ সালে অবৈধভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিলো।
এসময় দলটির প্রভাবশালী নেতা ও সাবেক হামাস প্রধান খালেদ মিশালও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
পরিশেষে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া তাকে ও খালেদ মিশালকে প্রয়াত সাবেক হামাস নেতা মরহুম গুশাহর জানাজায় অংশগ্রহণের জন্য আম্মানে প্রবেশের অনুমতি দেওয়ায় জর্ডানের রাজা আব্দুল্লাহ (২য়), তার সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত জর্ডান ১৯৯৯ সালে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সব নেতাকে তাদের দেশ থেকে বহিষ্কার করে। কিন্তু মরহুম ইবরাহীম গুশাহর বিষয়টি ছিলো সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার। জর্ডান ও কুয়েতের স্থাপনা কিংবা অবকাঠামোগত উন্নয়নের পিছনে তার রয়েছে বিশাল অবদান। হামাসের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার পর জর্ডান সরকার তাকে আম্মানে থেকে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন।
সূত্র : মিডল ইস্ট মনিটর