শনিবার | ১২ জুলাই | ২০২৫

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দ্রুত বিদায় করতে হবে: ড. কামাল

spot_imgspot_img

আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী সরকারকে দ্রুত বিদায় করতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, এই সরকার যথেষ্ট করেছে, দলীয় নেতাকর্মীরা অনেক ধনদৌলত করেছে। এবার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দ্রুত বিদায় করতে হবে।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, আমরা ২৮ বছর ধৈর্য ধরেছি, প্রত্যেকবার আন্দোলন করে দেশকে মুক্ত করেছি। কিন্তু এরপর স্বৈরাচার সরকার অত্যাচার করে রাষ্ট্র পরিচালনা করছে। এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুধু ক্ষমতাকে পুনরুদ্ধারই করবো না। ক্ষমতা ধরে রাখবো। যাতে তারা আমাদের আর সহজে বঞ্চিত করতে না পারে। মূল কাজ হলো মানুষের মাঝে যে ঐক্য আছে তা কার্যকরভাবে সংগঠিত করা। এখন সময় স্বৈর-সরকারের হাত থেকে জনগণের ক্ষমতার সরকার গঠন করা। জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়া। এটা শুরু করা দরকার, অনেক সময় চলে গেছে। এখন দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে।

তিনি বলেন, সবার বাড়িতে বাড়িতে গিয়ে, মাঠে মাঠে গিয়ে আন্দোলনের জন্য সবাইক ঐক্যবদ্ধ করবো। ঐক্যের আন্দোলন চাই। এরপর দেশকে দুর্নীতি, চুরি-চামারি থেকে মুক্ত করবো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img