আমেরিকার আশঙ্কা প্রকাশের পর আবারও কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়েছে।
আজ রবিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবারের জোড়া বোমা হামলার পর আজ রবিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হতে পারে। তার ঠিক কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনা সামনে এল। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চার দিন আগে কাবুল বিমানবন্দরের বাইরে প্রথমে গেটের ফটকের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এরপর আবার একটি বোমা হামলা হয় কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘটনার দিনই গভীর রাতে হামলায় দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসের ‘খোরাসান’ শাখা সংগঠন।