শুক্রবার | ২৯ আগস্ট | ২০২৫

আরএসএস প্রধানের কণ্ঠে ভিন্ন সুর; বললেন ভারতে ইসলাম থাকবে, ইসলামের অস্তিত্ব অস্বীকার করা যাবে না

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান মোহন ভাগবতের কণ্ঠে মুসলিমদের নিয়ে ভিন্ন সুর শুনা গেছে।

দীর্ঘদিন ধরে মুসলমানদের বিরুদ্ধে উগ্র ও বৈরী অবস্থান নিয়ে আসা এই সংগঠনের নেতা এবার স্বীকার করতে বাধ্য হয়েছেন, ভারতে ইসলাম থাকবে এবং হিন্দু চিন্তায় ইসলামের অস্তিত্ব অস্বীকার করার কোনো স্থান নেই।

মোহন ভাগবত বলেন, ইসলাম যখন থেকে ভারতে এসেছে তখন থেকেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো হিন্দুই মনে করে না যে ইসলাম বিলীন হয়ে যাবে।

তিনি আরও স্বীকার করেন, ধর্ম হলো ব্যক্তিগত পছন্দের বিষয়, এখানে জবরদস্তি বা প্রলোভনের স্থান নেই। সংঘ কারও ওপর আক্রমণ বিশ্বাস করে না, এমনকি ধর্মীয় ক্ষেত্রেও নয় বলেও মন্তব্য করেন তিনি।

মোহন ভাগবত একদিকে বলছেন হিন্দু ও মুসলিম একই জনগোষ্ঠী, সবাই প্রথমে ভারতীয়। অন্যদিকে যুগের পর যুগ আরএসএসের রাজনীতিই দাঁড়িয়ে আছে মুসলিমবিরোধী মনোভাবকে পুঁজি করে। মসজিদ-উচ্ছেদ আন্দোলন থেকে শুরু করে নাগরিকত্ব আইন, সংখ্যালঘু বিদ্বেষ, এসব ক্ষেত্রেই আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলোর ভূমিকা বিশ্বজুড়ে স্পষ্ট।

স্থান ও সড়কের নাম প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, মুসলমানদের নামে নাম রাখা যেতে পারে, তবে আগ্রাসীদের নামে নাম রাখা উচিত নয়।

মুসলিম শাসকদের প্রায় সবাইকে “আগ্রাসী” আখ্যা দিয়ে আরএসএস যেভাবে ইতিহাস বিকৃত করে এসেছে, তার আলোকে এই বক্তব্য মুসলিমরা সমাজ দ্বিমুখী আচরণ বলে মনে করেন।

ভাগবত বলেন, সংবিধানপ্রদত্ত সংরক্ষণ আরএসএস সমর্থন করে এবং যতদিন এর প্রয়োজন থাকবে ততদিন এটি বহাল থাকবে।

জাতিভেদ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, একসময় জাতিভেদ ছিল কিন্তু আজ এর কোনো প্রাসঙ্গিকতা নেই। এটি সমাজ থেকে দূর করতে হবে।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিজনেস স্ট্যান্ডার্ড

spot_img

এই বিভাগের

spot_img