বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

spot_imgspot_img

এস এম সাইফুল ইসলাম

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আজ (২৯ সেপ্টেম্বর) বৃহস্প্রতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন আমীরে হেফাজতের নাতি আতাউল্লাহ আফফান।

তিনি জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। গতকাল বুধবার রাতে হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। রাতে স্বাভাবিক থাকলেও আজ বেলা ১১টার দিকে ব্যথা বেড়ে যায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুপুর ২টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আতাউল্লাহ আফফান জানান, বর্তমানে পেটে প্রচন্ড ব্যথা। তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না বিধায় স্যালাইনের মাধ্যমে খাবার দেয়া হচ্ছে। এছাড়া পেটে ব্যথা কেন হচ্ছে জানার জন্য আল্ট্রা করানো হয়েছে, আগামীকাল রিপোর্ট আসলে জানা যাবে।

এসময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দু’আ চেয়েছেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img