রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ অক্টোবর সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

এক সূত্রে জানা গেছে, স্ত্রী ড. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন তারেক।

ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেসময় বেগম খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img