শুক্রবার, মে ৯, ২০২৫

ধর্ম অবমাননা সহিংসতাকে উসকে দেয়: জাতিসংঘ

spot_imgspot_img

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের উগ্রবাদবিরোধী সংস্থার প্রধান মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস। তবে রাষ্ট্রীয় সহযোগিতায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার বিরুদ্ধে ফ্রান্সকে কোন প্রতিবাদ জানায়নি সংস্থাটি।

বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির লোকজনকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় উগ্রবাদবিরোধী সংস্থার প্রধান।

বিবৃতিতে তিনি বলেন, উসকানিমূলক ব্যঙ্গচিত্র নিরপরাধ মানুষের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করেছে; যারা কেবল ধর্ম, বিশ্বাস ও নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে হামলার শিকার হচ্ছেন।

মিগুয়েল বলেন, ধর্ম ও ধর্মীয় পবিত্রতার প্রতীককে অমর্যাদায় বিদ্বেষ ও সহিংস উগ্রবাদকে উসকে দেওয়া হয়, যা সমাজকে খণ্ডিত ও মেরুকরণের দিকে ঠেলে দেয়।

বিবৃতিতে বলা হয়, মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে ক্রমবর্ধমান উত্তেজনা ও অসহিষ্ণুতার দৃষ্টান্ত গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে জাতিসংঘের উচ্চপ্রতিনিধি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img