বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন ততই পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে একটি ‘ক্রিটিক্যাল সিচুয়েশন’ তৈরি হয়েছে। এই অবস্থায় গণভোটের সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের তারিখ দেয়া।
তিনি আরও বলেন, ‘রাজনীতির ময়দানে মেঘ জমেছে। এই মেঘ কাটাতে প্রধান উপদেষ্টার উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। তিনি আরো বলেন, ‘এ অপচেষ্টা রুখে দেয়া হবে।’
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।









