মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইমাম-খতিবরা সমাজের জ্ঞানী ও নেতৃত্ব দানকারী মানুষ : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার সেবায় কাজ করার শিক্ষা দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি রক্ষা করাও ইসলামের মূল শিক্ষা। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব, আর এটি ইমাম ও খতিবদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। ইমাম এবং খতিবরা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব দানকারী মানুষ। আপনারাই সমাজে আলোকবর্তিকা স্বরূপ আলো ছড়িয়ে দেওয়ার কাজটি করেন, যেটা রাজনীতিবিদদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনটি সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ইমাম ও খতিবরা হলেন সমাজের সেই জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি, যারা সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তারা সেই অন্ধকার থেকে আলোর পথ দেখান। এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত। গত কয়েক বছরে আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক আঘাতও সহ্য করতে হয়েছে, এবং আলো ছড়ানোর পথও বন্ধ ছিল। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে, সবাই মিলে একসাথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। জুলাই মাসের আন্দোলন এর উদাহরণ।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img