ইস্তানবুলে পাকিস্তান-আফগানিস্তান প্রতিনিধিদলের চারদিনব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ার পর আফগানকে হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।
বুধবার (২৯ অক্টোবর) একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এ হুমকি দেন।
তিনি দাবি করেন, ভ্রাতৃপ্রতিদেশগুলোর অনুরোধে শান্তির সুযোগ দিতে আমরা আলোচনায় বসেছি, কিন্তু কয়েকজন আফগান কর্মকর্তার মন্তব্য তালেবান শাসনের বিভক্ত ও কৌশলী মানসিকতার ইঙ্গিত দেয়। এবারের ধৃষ্টতা ও উপহাস আমরা আর সহ্য করবো না।
আসিফ আরও দাবি করেন, পাকিস্তানের ভেতরে কোনও সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটলে আপনাদের সেই কুকীর্তির কড়া ফল ভোগ করতে হবে।
সূত্র : জিও নিউজ









