সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

তালেবান সরকারকে নির্মূল করার হুমকি পাকিস্তানের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেন, আমি তাদের (আফগান সরকার) অবগত করতে চাই যে, তালেবান শাসন সম্পূর্ণরূপে নির্মূল করতে বা তাদের গুহায় লুকিয়ে থাকতে বাধ্য করতে পাকিস্তানকে তার পুরো অস্ত্রাগারের কোনো অংশ ব্যবহার করার প্রয়োজন নেই। যদি তারা তা চায়, তাহলে দুই পায়ের মধ্যে লেজ রেখে পরাজিত হওয়ার দৃশ্যের পুনরাবৃত্তি অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য দেখার মতো একটি দৃশ্য হবে।

বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ হুমকি দেন।

আসিফ বলেন, ‘আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা এবং উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা তোমাদেরকে এই ধরনের দুঃসাহসিক কাজের তিক্ত স্বাদ দেবে। যদি চাও, তাহলে আপনার নিজের বিপদ এবং ধ্বংসের জন্য আমাদের সংকল্প ও ক্ষমতা পরীক্ষা করো।’

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা থামানোসহ দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চার দিন ধরে চলা শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। আলোচনা ভেস্তে যাওয়ার পরেই এ হুমকি দেন আসিফ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আফগান ও পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ১৯ অক্টোবর দোহায় অস্ত্রবিরতির মধ্যস্থতায় উভয় দেশই একমত হয়েছিল, তবে ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনায় কোনো অভিন্ন ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ